Sunday, May 11, 2025
Homeস্বাস্থ্যদুই জেলাকে রেড জোন হিসেবে চিহিৃত করেছে স্বাস্থ্য অধিদপ্তর

দুই জেলাকে রেড জোন হিসেবে চিহিৃত করেছে স্বাস্থ্য অধিদপ্তর

নবদূত রিপোর্টঃ

গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণে রেড জোন হিসেবে চিহিৃত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আর ইয়েলো জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে ৬টি জেলা। একইসাথে গ্রিন জোনে রয়েছে ৫৪টি জেলা। এদিকে খুবই কম সংখ্যক টেস্ট করার তালিকায় রয়েছে দুটি জেলা।

রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২.৯০ শতাংশ আর রাঙামাটিতে ১০ শতাংশ। এ ছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে আছে দেশের সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর জেলা।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

RELATED ARTICLES

Most Popular