Friday, November 15, 2024
Homeশিক্ষাগুজবে কান না দিতে অনুরোধ: শিক্ষা মন্ত্রণালয়

গুজবে কান না দিতে অনুরোধ: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা ডেস্কঃ


করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

কিন্তু সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

একইসাথে এই সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular