Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনজবি ভূগোল ও পরিবেশ বিভাগে অনুষ্ঠিত হল টোটাল স্টেশন ট্রেনিং

জবি ভূগোল ও পরিবেশ বিভাগে অনুষ্ঠিত হল টোটাল স্টেশন ট্রেনিং

ক্যাম্পাস ডেস্কঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে টোটাল স্টেশন সার্ভে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ড. মোঃ ইমদাদুল হক এবং ট্রেজারার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ সম্মানিত অধ্যাপকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত উপাচার্য মহোদয় সকলের উদ্দেশ্যে অভিবাদন জানিয়ে বলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষকদের সকল সুযোগ দেওয়া আবশ্যক তাই পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাস জানিয়েছেন।

পাশাপাশি এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের কাজের প্রতি অনুপ্রেরণা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রেনার ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম(ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, প্রোগ্রাম ফর সাপোর্টিং রোর্যাল ব্রিজ, এলজিইডি হেড কোয়াটার) আরও অনেক।

এলজিইডির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোঃ নজরুল পরবর্তীতে জগন্নাথের আগ্রহী শিক্ষার্থীদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশের পাশাপাশি তাদের এক নতুন প্ল্যাটফর্মে তুলে ধরার প্রতিশ্রুতি দেন। ডিপার্টমেন্ট চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে প্রোগ্রামটি উদযাপিত হয়।

RELATED ARTICLES

Most Popular