ক্যাম্পাস ডেস্কঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া একটি পরিপূর্ন স্পোর্টস বান্ধব ক্যাম্পাস। একাডেমিক শিক্ষার পাশাপাশি স্পোর্টস সংক্রান্ত সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে এখানে। ক্যাম্পাসের নতুন সংযোজন ফুটবল খেলার মিনি মাঠ ‘ফুটসাল ফিল্ড’।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ইউনুস খান স্কলার গার্ডেন-১ (ছেলেদের হল) এ মাঠটি উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল গাফফার।
এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, যুক্তরাজ্যের সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসেকের প্রধান নির্বাহী এড মে, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মো. আসলাম, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান, জাতীয় দলের সাবেক ফুটবলার অমিত খান শুভ্রসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।