Wednesday, January 22, 2025
Homeস্বাস্থ্যক্রমেই বেড়ে চলেছে শনাক্তের সংখ্যা

ক্রমেই বেড়ে চলেছে শনাক্তের সংখ্যা

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে নতুন করে ১০ হাজার ৯০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।


একইসাথে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২২৩ জনে। এছাড়া

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১০ হাজার ৯০৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশে।

তাছাড়া সুস্থ হয়েছেন ৭৮২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular