নবদূত রিপোর্টঃ
স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোস্টারের মাধ্যমে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে ব্যাংকের আবশ্যকীয় সেবা অব্যাহত রাখার প্রয়োজনে নিজ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে।
নির্দেশনায় বলা হয়েছে, অন্যান্য কর্তকর্তা ও কর্মচারী নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি শেষ করবেন।
করোনার নতুন ধরন ওমিক্রণের সংক্রমণ রোধে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।