নবদূত রিপোর্ট:
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগনেতা শাহ এ এম এস কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৫ সালের আজকের দিনে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেবাজারে ঈদ-পরবর্তী এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হন।
তবে, দীর্ঘ ১৭ বছর পরও শেষ হয়নি তাঁর হত্যাকাণ্ডের বিচারকাজ। এদিকে, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এরই মধ্যে ঢাকায় ও হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে—হবিগঞ্জের বৈদ্যেরবাজারে শাহ এ এম এস কিবরিয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। কিবরিয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করবে। এ ছাড়া ঢাকার বনানীতে তাঁর কবরে আজ সকাল ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণ করবে কিবরিয়াপরিবার ও গণঅধিকার পরিষদ। পরে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
শাহ এ এম এস কিবরিয়া কর্মজীবনে পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগদান করেন। পরে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে তিনি হবিগঞ্জ-৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী। ‘মৃদুভাষণ’ নামের একটি সাময়িকীর সম্পাদক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসে দেশের পক্ষে কাজ করেন।