Wednesday, January 29, 2025
Homeশিক্ষাঙ্গনইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্যাম্পাস ডেস্কঃ

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের পদক্ষেপ’ নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতামূলক ”ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে ব্রাক ইউনিভার্সিটি ।

শনিবার (২৯ জানুয়ারি ) সকাল ১০টায় ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে বাংলাদেশে চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসিতে) বিতর্ক প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বিজয়ীদের মধ্যে এবারের বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করেন রেজওয়ানা করিম সারা, আলামিন হোসেন এবং ইমা।

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিতর্ক অঙ্গনে বরাবরই ভালো করছে। পড়াশোনার পাশাপাশি নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগে তারা বিতর্কের এই সমৃদ্ধ যাত্রাকে অটুট রেখেছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।’

RELATED ARTICLES

Most Popular