বানিজ্য ডেস্কঃ
মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠান সময় বাড়ানোর জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করেনি। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় মেলার সময় বাড়ানোর কোনো নির্দেশনা দেয়নি। সুতরাং, মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
দেশে করোনার বিস্তার দিন দিন বাড়ছেই। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না।
সুতরাং আগামী ৩১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে মাসব্যাপী এ মেলার পর্দা নামছে।