Sunday, December 29, 2024
Homeশিক্ষাঙ্গনরাবির কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে বাড়ির পথে হিমেল

রাবির কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে বাড়ির পথে হিমেল

ক্যাম্পাস ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষার্থী হিমেলর জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সমাহিত করতে নিজ বাড়ি নাটোরে নেয়া হচ্ছে হিমেলকে।

নাটোর সদরের কাপড়ি পট্টি এলাকায় নিহত হিমেলের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পণ্ডে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণসহ শিক্ষার্থীরা লাশ নিয়ে নাটোরে পথে যাচ্ছেন।

এদিকে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তার সহপাঠীরা।

এসময় অশ্রুসিক্ত নয়নে হিমেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার এ নির্মম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা।

এরআগে, গতকাল রাত ১১টা থেকে এরআগে, রাত ১১টা থেকে ট্রাকচাপায় চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে প্যারিস রোডে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা ৬-দফা দাবি তুলে আন্দোলন চালিয়ে যান। দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করা।

RELATED ARTICLES

Most Popular