Friday, December 27, 2024
Homeসারাদেশযশোরে ভৈরব নদীতে ৬৮০ টন সারসহ কার্গোডুবি

যশোরে ভৈরব নদীতে ৬৮০ টন সারসহ কার্গোডুবি

জেলা প্রতিনিধি, যশোর :

যশোরের ভৈরব নদীতে (পীরবাড়ী এশিয়ান ঘাট) গত ২ ফেব্রুয়ারি ভৈরব নদীতে নোঙ্গর করা অবস্থায় জাহাজের তলা ফেটে যায় । এবং দ্রুত জাহাজ টি ডুবে যায় ,ক্ষতি হয় ৬৮০ টন ইউরিয়া সারের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২১ জানুয়ারি চট্টগ্রাম থেকে ভোর ৫:০০টায় ছেড়ে এসে ২৫ জনুয়ারি সন্ধ্যা ৬:৩০ টায় অভয়নগর উপজেলার ভাটপাড়া ঘাটে পৌঁছায়। প্রতিনিধি যোগাযোগ করে চালান জমা হয় ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ টায় এবং ৩১ জানুয়ারি উপজেলার বেঙ্গল জুট মিলের ঘাটে দুদিন থাকার পর ২ ফেব্রুয়ারি বিকেল ৩:০০ টায় নিয়ে আসি পীরবাড়ি এশিয়ান ঘাটে। মাল আনলোড হয়নি। রাত ১২:৩০ টায় হঠাৎ করে জাহাজের তলা ফেটে পানি উঠতে উঠতে জাহাজটি ডুবে যায় । একথা বলেন মোঃ সজিব হোসেন (মাস্টার) । তবে তিনি জানান ১৫০ বস্তা সার সারাতে পারি।

সরেজমিনে গিয়ে দেখা যায় ঘটনাটা সত্য ,তবে দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে অনেকে মন্তব্য করেন।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular