Tuesday, January 28, 2025
Homeসারাদেশভোটের আগের রাতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

ভোটের আগের রাতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

নবদূত রিপোর্ট:

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের রাতে খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এরমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী রয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সুজন চন্দ্র সরকার বলেন, সাতকানিয়ায় খাগরিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এরমধ্যে পার্থ সারথী চৌধুরী নামে একজন আছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular