Friday, November 15, 2024
Homeজাতীয়ইউপি নির্বাচনে সহিংসতায় মারা গেছে ১০০ জন

ইউপি নির্বাচনে সহিংসতায় মারা গেছে ১০০ জন

নবদূত রিপোর্ট:

অষ্টম ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন। আট ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সব মিলিয়ে ভোট পড়েছে ৭২.২ শতাংশ।

নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে। নির্বাচনি সহিংসতায় প্রাণ গেছে ১০০ জনের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৭১ জন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অষ্টম ধাপ এবং পুরো দশম ইউপি নির্বাচন নিয়ে কথা বলেন অশোক কুমার। এ সময় ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান ও যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। অষ্টম ধাপে দুটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোট আট ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৭১ জন চেয়ারম্যান। সারা দেশে ৩৯৪টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

RELATED ARTICLES

Most Popular