শিক্ষাঙ্গন: পরীক্ষা শুরুর ঘোষণা না আসা পর্যন্ত কলেজ ছাড়বে না বলে জানিয়েছেন হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষকরা তাদের কোনো ধরনের সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) হোম ইকোনমিক্স কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাফি গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষা শুরুর ঘোষণা না আসা পর্যন্ত আমার কলেজ ছাড়ছি না।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনা সাংবাদিকদের বলেন, ‘আমাদের কিছু করার নেই। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীরা লিখিত আবেদন দিলে মন্ত্রণালয়ে তা পাঠানো হবে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ভ্যাকসিন দেয়ার পর পরীক্ষা শুরু হলে তা শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক।’
এর আগে পরীক্ষা নেয়ার দাবিতে সকাল ৯টায় সড়ক অবরোধ করেন কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে ওই সড়কে যানচলাচল ব্যহত হলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে কলেজের মূল গেটের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।