Monday, February 24, 2025
Homeশিক্ষাকাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

কাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

নবদূত রিপোর্ট:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় ড. জাফর ইকবাল স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি নিশ্চিত করেছেন আগামীকাল (শুক্রবার) আমাদের সঙ্গে আলোচনা করতে ক্যাম্পাসে আসবেন শিক্ষামন্ত্রী’।

শাহরিয়ার বলেন, ‘কোথায় আলোচনা হবে সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কোথায় আলোচনা হবে তা জানিয়ে দেব।

RELATED ARTICLES

Most Popular