Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গনঢাবিতে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে সমাবেশ

ঢাবিতে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে সমাবেশ

নবদূত রিপোর্ট:

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, সিঙ্গেল দিবস পালনের দাবি জানিয়ে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’ ব্যানারে এই সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা নিজেদের সিঙ্গেল দাবি করে ‘কেউ পাবে কেউ পাবেনা, তা হবেনা তা হবেনা’, ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’, ‘হুশিয়ার সিঙ্গেল, এক হও এক হও’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ভালোবাসা দিবসের নামে অশ্লীলতায় আমরা বিশ্বাস করি না। এটি হচ্ছে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। আমরা ক্যাম্পাসে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতার বিরুদ্ধে লড়ছি। আমাদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সিঙ্গেল এক হয়েছে। মূলত আমরা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ঠ অশ্লীলতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছি

তারা আরো বলেন, আজকের এই দিনটিকে আমরা ভালোবাসা দিবস হিসেবে নয়, সিঙ্গেল দিবস হিসেবে পালন করার দাবি জানাচ্ছি। আজকাল অনেকেই ভালোবাসার নামে নানা অসামাজিক কার্যকলাপ করে থাকে, যা বেমানান। বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ সম্পূর্ণ এর বিপরীতে অবস্থান করেছে।

এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি শাহরিয়ার নাদিম শয়ন, সাধারণ সম্পাদক সাকিবুল সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক তুহিনসহ পরিষদের বিভিন্ন হলের নেতারা।

RELATED ARTICLES

Most Popular