Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যগত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ

গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে নতুন করে ৪ হাজার ৬৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

একইসাথে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৪ হাজার ৬৮৯ জনের। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular