Thursday, December 26, 2024
Homeসারাদেশফুলবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ফুলবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নবদূত রিপোর্টঃ


কুড়িগ্রামের ফুলবাড়ীতে “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ ও জান্নাতি বেগম। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বিমল চাকমার সভাপতিত্বে এ সময় খামারী আশরাফ আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারঃ) ডাঃ মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা প্রাণি ও পাখি প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কারের চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

RELATED ARTICLES

Most Popular