Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনবই মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টলের উদ্বোধন

বই মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টলের উদ্বোধন

শিক্ষা ডেস্কঃ

অমর একুশে বই মেলা ২০২২-এ বাংলা একাডেমির প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) স্টলের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নামে বই মেলায় স্টল নং ৬৭৩।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্টলের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর মো. মোস্তফা কামাল সহ বিশ্ববিদ্যালয় স্টলের সাজ-সজ্জা কমিটির আহবায়ক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিগত চার বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের স্টলে নিজস্ব প্রকাশনায় প্রকাশিত বই, জার্নালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর বই স্থান পেয়ে থাকে।

RELATED ARTICLES

Most Popular