কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রবসী শাখার উদ্যেগে বাহরাইনে সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “এসো এক হই, অধিকারের কথা কই” স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে ৫৪টি দেশের মধ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের চলমান ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি বাহরাইন শাখার উদ্যোগে সদ্যস ফরম বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ মাসুদ রানা, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সমাজ সেবা সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।
ফরম বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাহরাইন শাখার নবগঠিত কমিটির সভাপতি মমিন সাঈদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক এইস এম শরিফ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফয়েজ, যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল ডালি, কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আজিবুর রহমান এবং বাহরাইন শাখার বিভিন্ন সিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাহরাইন শাখার নেতৃবৃন্দ প্রবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বের সকল রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।