Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গন২২ ফেব্রুয়ারি খুলছে ডিআইইউ

২২ ফেব্রুয়ারি খুলছে ডিআইইউ

শিক্ষা ডেস্কঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অধ্যয়নরত সকল বিভাগের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সশরীরে ক্লাস শুরু হবে বিভাগীয় রুটিন অনুযায়ী। চলমান সকল বিভাগের পরীক্ষা যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানানোর পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয় ডিআইইউ।

RELATED ARTICLES

Most Popular