শিক্ষা ডেস্কঃ
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) বিজয় একাত্তর হলের বাঁধনের উদ্যেগে ফ্রিতে রক্ত পরীক্ষা কর্মসূচি আয়োজন করা হয়।
আজ(২২ ফেব্রুয়ারি) সকাল ৯ঃ৩০ টায় বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আবুল বাছির উক্ত রক্ত পরীক্ষা কর্মসূচির উদ্ধোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হলের বাঁধনের উপদেষ্টা অধ্যাপক আমিনুল ইসলাম ও অধ্যাপক খাদেমুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন বিজয় একাত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনূস।
সকাল ৯ঃ৩০ থেকে রক্ত পরীক্ষা কর্মসূচি শুরু হয় এবং চলবে দুপুর দুই টা পর্যন্ত।প্রথম রক্ত পরীক্ষ করেন বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের শিক্ষার্থী কাওসার আহমেদ।
বিজয় একাত্তর হল বাঁধনের সভাপতি তানভির আহমেদ সিদ্দিক বলেন,আমরা বিভিন্ন জাতীয় দিবসে ফ্রিতে রক্ত পরীক্ষা কর্মসূচির আয়োজন করে থাকি।তিনি আরও বলেন,আগামীকাল বুধবার থেকে পরবর্তী এক সপ্তাহে আমাদের বাঁধনে কর্মী বৃদ্ধি কর্মসূচি চলবে।