Monday, December 23, 2024
Homeজাতীয়এডিসি হারুনকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ভিপি নুরের

এডিসি হারুনকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ভিপি নুরের

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান ছাত্র আন্দোলন ও বিরোধী মতের উপর পুলিশের দমন-পিড়নকে ইঙ্গিত করে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি হিসেবে আমি এই হারুন সাহেবকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে নুরুল হক এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ চার দফা দাবিতে নুরুলের সংগঠন ছাত্র অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে পুলিশের উদ্দেশে নুরুল হক বলেন, ‘পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কি ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ? আওয়ামী লীগ-বিএনপি ক্ষমতায় আসবে-যাবে, সময়ের সঙ্গে অনেকে বিলীন হয়ে যাবে, কিন্তু আপনারা যেদিন চাকরিতে ঢুকেছেন, সেদিন থেকে অবসরের আগপর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনারা কেন ছাত্রলীগ-যুবলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন?’ এছাড়াও বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গাড়ি না রাখার আহ্বানও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular