Friday, November 15, 2024
Homeজাতীয়ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ভিপি নুরের গণপদযাত্রা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ভিপি নুরের গণপদযাত্রা

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে গনপদযাত্রা শুরু করেছেন ভিপি নুর। গণপদযাত্রা শুরু করার পর পুলিশ বেরিকেড দিয়ে তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

গণপদযাত্রার মিছিল শেষে ভিপি নুর বলেন, ‘২৬ শে মার্চের মধ্যে বিতর্কিত ডিজিট্যাল নিরাপত্তা আইন বাতিল করা না হলে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলসমূহকে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

বুধবার সকাল ১১টার সময় ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরের নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়। এ সময় সাথে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকীসহ আরো অনেকে।

RELATED ARTICLES

Most Popular