Friday, December 27, 2024
Homeসারাদেশহাতীবান্ধা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হাতীবান্ধা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবদূত রিপোর্টঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১২ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, হাইওয়ে থানা ওসি আব্দুল হাকিম আজাদ, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান খতিব উদ্দিন, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান এ্যাড. মশিউর রহমান, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমূখ।

এদিকে রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার সহনীয় পর্যায়ে রাখা হবে। বাজার নিয়ন্ত্রনে রাখতে মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হবে। এছাড়া মাদক নির্মূল, বাল্য বিয়ে রোধ, সড়ক দূর্ঘটনা হ্রাস করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে আইন শূংখলা কমিটির সভায় বক্তারা এসব অভিমত তুলে ধরেন।

RELATED ARTICLES

Most Popular