Tuesday, January 14, 2025
Homeশিক্ষাঙ্গনবিচারের দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

বিচারের দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

শিক্ষা ডেস্কঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা ও ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

এর আগে দুপরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ বিচার কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে ৷ এর পাশাপাশি তিন দফা দাবিও জানায়৷

শিক্ষার্থীদের দাবিগুলো হলঃ ১) দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকে গ্রেফতার ও নাম প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, ২) ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থীসহ উপাচার্যের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, ৩) এ হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের অবস্থান সম্পর্কে সরাসরি ভিডিও কনফারেন্সে অবগত করতে হবে, সকলের শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে।

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular