নবদূত রিপোর্ট:
শেখ হাসিনার অধীনে কোন বুজুর্গ আলেমকে সিইসি নিয়োগ দিলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন নির্বাচন কমিশনার গঠনের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে যদি সংসদ বহাল থাকে আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকে তাহলে । বাংলাদেশের গত ৫০ বছরে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটাই সামাজিক চুক্তি হয়েছে, সেটি হচ্ছে ‘ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
সুতরাং জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘ তত্ত্ববধায়ক সরকার ‘ ব্যবস্থা ফিরিয়ে আনা বা ‘ নির্বাচনকালীন নিরপেক্ষ ‘ সরকারই এই মুহুর্তে জনগণের দাবি। যেটা নিয়ে আলাপ-আলোচনা বা আন্দোলন হতে হবে।
এদিকে আজ এক প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন তিনি।
নিয়োগপ্রাপ্ত চার কমিশনার হলেন- সাবেক জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রি. জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।