Saturday, November 23, 2024
Homeঅপরাধনিষিদ্ধ সংগঠন জেএমবির খুলনা বিভাগীয় প্রধানের ২০ বছরের কারাদণ্ড

নিষিদ্ধ সংগঠন জেএমবির খুলনা বিভাগীয় প্রধানের ২০ বছরের কারাদণ্ড

নবদূত রিপোর্টঃ

একটি বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএম‌বি) খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমানকে ২০ বছ‌রের সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসাথে তা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরো ছয় মা‌সের সশ্রম কারাদণ্ড দেয়া হ‌য়ে‌ছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা অতি‌রিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের আইনজীবী কাজী সা‌ব্বির আহ‌মেদ। দণ্ডপ্রাপ্ত জিয়াউর রহমান ওর‌ফে সাগর ওর‌ফে সা‌ব্বির না‌টোর জেলার বাঘাতিপাড়া উপ‌জেলার মাইর‌খোলা এলাকার গেদু মোলা ওর‌ফে গেদু মি‌স্ত্রির ছে‌লে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০০৫ সা‌লের ২৯ ডি‌সেম্বর রাত পৌ‌নে ১২টার দি‌কে ‌মিয়াপাড়া থেকে র‌্যাবের হা‌তে গ্রেফতার হন জিয়াউর রহমান। জিজ্ঞাসাবা‌দের একপর্যা‌য়ে তিনি উগ্রবা‌দের সা‌থে জ‌ড়িত ব‌লে র‌্যা‌বের কা‌ছে স্বীকার ক‌রে। এরপর তার দেখা‌নো স্থান থে‌কে র‌্যাব দৌলতপুর থানাধীন রৈবরাগীপাড়া য‌শোর ছাত্রাবা‌সের এক‌টি কক্ষ থেকে বিপুল প‌রিমাণ বি‌স্ফোরক দ্রব্য উদ্ধার ক‌রে।

৩০ ডি‌সেম্বর রা‌তে র‌্যা‌বের ডিএডি ইউনুছ আলী বাদি হ‌য়ে দৌলতপুর থানায় বি‌স্ফোরক আইনে মামলা দা‌য়ের ক‌রেন। পরে তিনি আদাল‌তে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। ২০০৬ সা‌লের ১৯ জানুয়া‌রি দৌলতপুর থানার এসআই জা‌হেদুল হক সরকার তা‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদাল‌ত সোমবার এই রায় দেন।

বিলাল হোসেন মাহিনী
খুলনা

RELATED ARTICLES

Most Popular