Wednesday, December 25, 2024
Homeখেলামিরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবদূত রিপোর্টঃ

কুষ্টিয়ার মিরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারী) দিনব্যাপি মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হয়।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলী, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু, উপজেলা জাসদের সাংগাঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, একাডেমিক সুপার ভাইজার জুলেখা প্রমুখ।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular