Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গনক্যাম্পাস থেকে আমাদের বহিষ্কার করুন, নয়তো সন্ত্রাসীদের

ক্যাম্পাস থেকে আমাদের বহিষ্কার করুন, নয়তো সন্ত্রাসীদের

নবদূত রিপোর্ট:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ না করায় ওয়ালিদ নিহাদ নামে এক ছাত্রকে হলের একটি কক্ষে ডেকে রাতভর নির্যাতনের ঘটনায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারসহ সাত দফা দাবি উত্থাপন করেন তারা।

দাবির মধ্যে রয়েছে- জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃক মামলা, হলের টর্চার সেল বন্ধ, নিহাদের যাবতীয় চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয়কে বহন, র‍্যাগিং বন্ধের জন্য অ্যান্টি র‍্যাগিং সেল গঠন, সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং রাজনৈতিক অপতৎপরতা ও বাধ্য করার সংস্কৃতি বন্ধ করা।

দাবি আদায় ও এ ঘটনায় সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামীকাল (বুধবার) সন্ধ্যায় নজরুল ভাস্কর্যে মোমবাতি প্রজ্জ্বলন ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আমরণ অনশনে যাবেন তারা। 

RELATED ARTICLES

Most Popular