Monday, December 23, 2024
Homeজাতীয়বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের শ্রদ্ধা নিবেদন

নবদূত রিপোর্টঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমানকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. ইলিয়াছ হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমতাজ- আল-শিবলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দীন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সকলকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে তিনি বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত হিজলতলীর ঘাটলা পরিদর্শন করেন।

RELATED ARTICLES

Most Popular