Wednesday, January 22, 2025
Homeসারাদেশযশোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ২

যশোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ২

জেলা প্রতিনিধি, যশোর :

যশোরের শার্শায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দুইজন। শনিবার (৫ ই মার্চ) সন্ধায় যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শার্শার ধান্যখোলা গ্রামের আব্দুল খালের ছেলে মুদি ব্যাবসায়ী মহিন(৩৬) ও একই গ্রামের মৃত রমজানের ছেলে রাজমিস্ত্রি আরশাফুল (৪২)। নিহতরা সম্পর্কে শালা দোলাভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে মহিন ও আরশাফুল নাভারন বাজারে মুদি মালামাল ক্রয় করে বাড়ী ফিরছিলো। এসময় শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছানো মাত্র শার্শা থেকে নাভারন গামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাভারন হাইওয়ে পুলিশ দুজনার লাশ উদ্ধার করেছে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, খবর পেয়ে মোটরসাইকেলটি দুটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আলাপ করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular