Friday, December 27, 2024
Homeরাজনীতিদুর্ভিক্ষ থেকে বাঁচতে সরকারকে বিদায় করুন: ফখরুল

দুর্ভিক্ষ থেকে বাঁচতে সরকারকে বিদায় করুন: ফখরুল

নবদূত রিপোর্ট:

দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য এই সরকারকে বিদায় করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সারাদেশে এখন প্রকৃত নিরব দুর্ভিক্ষ চলছে। মানুষ বলতে পারে না। মুখে মাস্ক পরে টিসিবির ট্রাকের লাইনে গিয়ে দাঁড়ায়, ন্যূনতম একটু তেল, একটু ডাল, একটু আলুর জন্য।

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক বিশেষজ্ঞরা সকলেই বলছেন বাংলাদেশে এই সময়ে গরিব লোকের সংখ্যা আরও ২ শতাংশ বেড়েছে। বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই। এর প্রধান কারণ কী? সমস্ত সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী লীগের নেতারা। আজকে বাংলাদেশের যত চাঁদাবাজি যত ঘুষ খাওয়া এর মূল হচ্ছে আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার যদি আর কিছু দিন ক্ষমতায় থাকে তাহলে এই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। এরা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে প্রশাসন, আমলাতন্ত্রকে ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে।

RELATED ARTICLES

Most Popular