শিক্ষা ডেস্কঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জেলা পুলিশ টাঙ্গাইল এর উদ্যোগে টাঙ্গাইল জেলার ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার এর একটি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারি তে এ সেমিনার আয়োজিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ টাঙ্গাইল এর পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার।
এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাব এর সভাপতি জনাব জাফর আহমেদ এবং টাঙ্গাইল কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
উল্লেখ্য এ সেমিনারটি দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত হয়েছে।