নবদূত রিপোর্টঃ
“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে পিরোজপুর জেলা পুলিশে সংযোজিত হয়েছে অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা।
গতকাল ৯ মার্চ সকাল ১০ ঘটিকায় পিরোজপুর শহরের সিও অফিস মোড় পুলিশ সদস্যদের মাঝে এই ক্যামেরা বিতরণ করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা।
এসময় পুলিশ সুপার বলেন, এই ক্যামেরার মাধ্যমে পুলিশ সদস্যদের কাজে জবাবদিহিতায় আসবে, তেমনিভাবে অপরাধীদের সনাক্তকরণ, পুলিশকে দায়িত্ব পালনে বাধাদান, সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের সনাক্তকরণ, বেআইনি জনসমাবেশ ও সদস্যের জবাবদিহিতা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠঅসহ যে কোন অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে এ ক্যামেরা সহযোগিতা করবে। ট্রাফিক পুলিশ সদস্য ও থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মাঝে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দসহ অনান্য পুলিশ কর্মকর্তা।