Saturday, September 21, 2024
Homeসারাদেশপূর্ব ও পশ্চিমাঞ্চল রুটে রেল যোগাযোগ ব্যবস্থাকে ডুয়েল ও ব্রডগেজ লাইনে রূপান্তরিত...

পূর্ব ও পশ্চিমাঞ্চল রুটে রেল যোগাযোগ ব্যবস্থাকে ডুয়েল ও ব্রডগেজ লাইনে রূপান্তরিত হচ্ছে

নবদূত রিপোর্টঃ

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পূর্ব ও পশ্চিমাঞ্চল রুটে ডুয়েল ও ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে পদ্মা ও যমুনায় নির্মাণাধীন রেল সেতুর উপর দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা চালুর সময় নির্ধারণ করা হয়েছে।

একইসাথে তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৮টি ইন্টার সেকশন লাইন চালু করা হয়েছে। ভবিষ্যতে বুড়িমারির সঙ্গে আগরতলাসহ ভারতের তিনটি পয়েন্টে দ্রুত সংযোগ ব্যবস্থার প্রকল্প মন্ত্রণালয় হাতে নিয়েছে।

আজ শনিবার পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড়-সান্তাহার ভায়া রংপুর রুটে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

RELATED ARTICLES

Most Popular