Thursday, December 26, 2024
Homeশিক্ষাসাত কলেজের ভর্তি আবেদন শুরু, ফি ৬০০ টাকা

সাত কলেজের ভর্তি আবেদন শুরু, ফি ৬০০ টাকা

শিক্ষা ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ-এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ বছর আবেদন ফি ধরা হয়েছে ৬০০ টাকা। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী ব্যাংকের মাধ্যমে আবেদন ফী দেওয়া যাবে।

RELATED ARTICLES

Most Popular