Wednesday, December 25, 2024
Homeসারাদেশ৩ মাসেও জামিন হয়নি;ছেলের সাথে শেষ দেখা হল না মায়ের

৩ মাসেও জামিন হয়নি;ছেলের সাথে শেষ দেখা হল না মায়ের

আটক হওয়া সহকর্মীর খুঁজ নিতে থানায় যেয়ে আটক হয়েছিলেন ছেলে।এরপর দীর্ঘ মাসেরও বেশি সময় চেষ্টা করে হয়নি ছেলের জামিন।অবশেষে আর ছেলের সাথে শেষ দেখা হল না মায়ের।

এরকম এক ঘটনার শিকার হয়েছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মোহাম্মদ শিপন মিয়া।

জানা যায়,গত ২৫ মার্চ নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ কর্মসূচী থেকে আটক হওয়া সহকর্মীদের খুঁজ নিতে ১লা এপ্রিল গাজীপুরের বাসন থানায় যান শিপন,মায়া ও মমিন সহ কয়েকজন।সেখান থেকে তাদেরকেও গ্রেফতার করে কেরানীগঞ্জ কারাগারে পাঠায় বাসন থানা পুলিশ।

শিপনের পরিবারের লোকজন জানান,মোদির আগমন বিরোধী কর্মসূচিতে ছিলেন না শিপন। ঢাকাতে যেদিন মোদির আগমন বিরোধী কর্মসূচি চলে শিপন সেদিন গাজীপুরে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে দায়িত্বরত ছিল।

প্রায় ৩ মাস যাবত বিনা অপরাধে কারাবন্দী ছেলের জামিনের জন্য চেষ্টা করলেও এখনও জামিন হয়নি। বৃদ্ধ অসহায় মা ছেলের কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন।

অপরদিকে,মায়ার বিয়ে ঠিক ছিল,কারাগারে থাকা অবস্থায় তার বিয়ে ভেঙে যায়।অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় কারাগারে দিন কাটাচ্ছেন মায়া।

লকডাউনে মমিনের শাশুড়ী অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে।পরিবারের পুরুষ সদস্য কারাগারে থাকায় অসহায় মমিনের বউ সন্তানকে নিয়ে হাসপাতালে দিন কাটাচ্ছেন।

RELATED ARTICLES

Most Popular