Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গননতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী শিক্ষাব্যবস্থায় আসছে পরিবর্তন

নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী শিক্ষাব্যবস্থায় আসছে পরিবর্তন

নবদূত রিপোর্টঃ


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সালে নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী প্রাথমিক সমাপনী  ও জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা থাকবে না। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে বলে জানান তিনি।

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে। পঞ্চম শ্রেণি সাময়িকী পিইসি, অষ্টম শ্রেণি সাময়িকী জেএসসি নামে পাবলিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত এসেছে।

আজ সোমবার সচিবালয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, ৯ম ও ১০ম শ্রেণিতে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা নামে বিভাগ তুলে দেয়া হচ্ছে। একটি সমন্বিত পাঠ্যক্রম থাকবে এই পর্যায়ে। ১০ম শ্রেণি পর্যন্ত ১০টি বিষয় ঠিক করা হয়েছে। সেগুলোই সবাই পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা। অর্থাৎ বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন হবে উচ্চমাধ্যমিক থেকে।

এখন থেকে তিনটি পাবলিক পরীক্ষা হবে বলেও জানান মন্ত্রী। দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।

২০২৩ সাল থেকে নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলবে বলে জানা যায় সেই সময়।

RELATED ARTICLES

Most Popular