Tuesday, December 24, 2024
Homeসারাদেশপ্রশিক্ষিতদের মাঝে ঋণের চেক বিতরণ করলেন: এমপি নাবিল

প্রশিক্ষিতদের মাঝে ঋণের চেক বিতরণ করলেন: এমপি নাবিল

বিলাল মাহিনী, যশোর:

যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দেশব্যাপী মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশের চেহারাই পাল্টে যাবে। দেশের অর্থনৈতিক ভীত অনেক শক্তিশালী হয়েছে। তাই দেশের সব সেক্টরে টেকসই উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বকে সারাবিশ্বের কাছে মডেল করতে জনপ্রতিনিধিদের ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (২০ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে ও
উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মুনিব লিংকনের সঞ্চলনায় মাসিক সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু, সদর উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনিয়া আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

মাসিক সাধারণ সভা শেষে কাজী নাবিল আহমেদ প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন।

RELATED ARTICLES

Most Popular