Monday, December 23, 2024
Homeস্বাস্থ্যগণপরিসরে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা

গণপরিসরে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আবারও গণপরিসরে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আগামী মাস থেকে এলক্ষ্যে আগামী ৪-৫ দিনের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা রয়েছে।

জানা যায়, ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে ১ কোটিসহ প্রতি মাসে নিয়মিত প্রায় ২ কোটি টিকা দেওয়া হবে। আজ সোমবার গণমাধ্যমকে এসব বিষয় জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি জানান, গণহারে শুরু হতে যাওয়া এই টিকা কর্মসূচিকে আমরা গণটিকা বলছি না। তবে ব্যাপক আকারে আমরা এই টিকা দেব।

সেসময় তিনি আরও জানান, খুব দ্রুতই আমরা জানাতে পারব কবে থেকে এই টিকা কার্যক্রম শুরু করতে পারব। নির্দিষ্ট কোনো তারিখ বলতে পারছি না। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো এখন ক্লাস শুরু হয়েছে। আপনারা জানেন, স্কুলগুলোতে আমরা একসঙ্গে ব্যাপক সংখ্যক মানুষকে টিকা দিতে পারতাম। এখন আমাদেরকে বিকল্প ব্যবস্থা করেই এরপর কাজ শুরু করতে হবে।

RELATED ARTICLES

Most Popular