Thursday, December 26, 2024
Homeসারাদেশকক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু করা হবে

কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু করা হবে

নবদূত রিপোর্টঃ

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু করা হবে আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই।

সেসময় মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দার্জিলিংয়ের সঙ্গেও কক্সবাজারে রেল সংযোগ স্থাপন করা হবে। দ্রুত ঢাকা-চট্টগ্রামের পুরো রেলপথ ব্রডগেজ লাইন করা হবে। এ সময় রেললাইনে অবৈধ দখল উচ্ছেদের কথাও।


আজ শনিবার সকালে ফেনী রেলওয়ে স্টেশন পরিদর্শন করে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণকাজ এগিয়ে চলেছে।

RELATED ARTICLES

Most Popular