Wednesday, December 25, 2024
Homeস্বাস্থ্যদেশে করেনায় শনাক্তের হার আরও কমেছে

দেশে করেনায় শনাক্তের হার আরও কমেছে

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫৮৯ জন।

শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ৪১ শতাংশে। গতকাল ছিলো ৩ দশমিক ৪৩ শতাংশ। এসময় আরও মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৫৫ জনের।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। এখনও পর্যন্ত ভাইরাসের থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular