Monday, December 23, 2024
Homeশিক্ষাঢাবি 'খ' ইউনিটের ফল প্রকাশ কাল

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ কাল

নবদূত ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটর প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার দুপুর ১২.৩০টায় প্রকাশ করা হবে। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

সোমবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটে ২৩৭৮টি আসনের বিপরীতে লড়েছেন ৪৭ হাজার ৬৩২ জন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২০ জন শিক্ষার্থী।

RELATED ARTICLES

Most Popular