Saturday, September 21, 2024
Homeশিক্ষাসর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা

সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে। সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে।

এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৩টি ভিন্ন গ্রুপ বিভক্ত থাকবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।


আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ২০২২ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করেছে।

RELATED ARTICLES

Most Popular