Tuesday, December 24, 2024
Homeসারাদেশফুটপাতে পড়ে থাকা বৃদ্ধকে র‍্যাবের তত্ত্বাবধানে সুচিকিৎসা

ফুটপাতে পড়ে থাকা বৃদ্ধকে র‍্যাবের তত্ত্বাবধানে সুচিকিৎসা

নবদূত রিপোর্টঃ

বিগত ৫দিন যাবৎ অসুস্থ হয়ে যশোর রেলস্টেশনের একটি সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ’কে উদ্ধার করে সু-চিকিৎসার ব্যাবস্থা করেছেন যশোর র‍্যাব-৬ সদস্যরা।

তথ্য মতে, গত ৫ দিন পূর্বে রাতের আঁধারে তাকে ফেলে রেখে যায় স্বজনরা। স্থানীয়রা বৃদ্ধর সাথে কথা বলার চেষ্টা করলেও চরম অসুস্থতার কারনে কোনো কথা বলতে পারেননি। কেউ দয়া করে খাবার কিনে দিলে কোনো মতে উঠিয়ে খেতে পারছেন। কথা বলতে না পারায় তাৎক্ষণিকভাবে বৃদ্ধের নাম-ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান বৃদ্ধর শরীরে ভিন্ন স্থানে পঁচন ধরেছে। ফুটপাতে মৃত্যুর প্রহর গুনতে থাকা অসহায় বৃদ্ধের এমন অবস্থা দেখে স্থানীয়রা র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প’কে বিষয়টি অবহিত করলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে র‍্যাবের একটি টহল দল অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন এবং তার সু-চিকিৎসার বন্দোবস্ত করে দেন।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular