Saturday, December 28, 2024
Homeসারাদেশযশোরের সাগরদাঁড়ীতে রেলপথের দাবিতে মানববন্ধন

যশোরের সাগরদাঁড়ীতে রেলপথের দাবিতে মানববন্ধন

নবদূত রিপোর্টঃ

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১ফেব্রুয়ারি ) বিকেলে সাগরদাঁড়ী এলাকাবাসির উদ্যোগে চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাগরদাঁড়ী এম এম ইনস্টটিউিট এর প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, সাংবাদিক তাহেরুজ্জামান তাছু, সাগরদাঁড়ী ইসলামী ব্যংক এজেন্ট শাখার ম্যানেজার হাফিজুর রহমান, অত্র ইউনিয়নের ইউপি সদস্য (সাবেক) আব্দুল হামিদ, সাগরদাঁড়ী নাগরীক সমাজের পরিচালক আনিছুর রহমান, মানবসেবা সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম, সাথী লাইব্রেীর পরিচালক ওয়াজিয়ার রহমান, মুনলাইট একাডেমীর পরিচালক রাকিবুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মানববন্ধনে আহ্বায়ক ইমরান হুসাইন।

বক্তারা যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভেতর দিয়ে মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি করেন। এ পথ দিয়ে রেললাইন নির্মাণ হলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি ভ্রমণে পর্যটকদের সুবিধা বাড়বে। অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের জন্য রেলপথ সকলের প্রাণের দাবি।

বিলাল হোসেন মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular