Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গনঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর 'অন্যরকম' গায়ে হলুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর ‘অন্যরকম’ গায়ে হলুদ

নবদূত রিপোর্ট:

ঝুলছে গাঁদা ফুলের মালা, সামনে বিভিন্ন ফলমূলে সাজানো প্লেট আর পেছনের দৃশ্যপটে লাল-হলুদ কালিতে লেখা, ‘রবিনের গায়ে হলুদ’। এর সামনে দাঁড়িয়ে তার বন্ধুরা অভ্যর্থনা জানাচ্ছেন। তার হাত রঙিন হয়ে উঠল বন্ধুদের দেওয়া হলুদে। অন্য দশটি গায়ে হলুদের অনুষ্ঠানসূচির মতোই স্বাভাবিক।

তবে পার্থক্য বলতে গায়ে হলুদের এই অনুষ্ঠান কোনো কমিউনিটি সেন্টার কিংবা ঘরের চৌহদ্দিতে বা রেস্টুরেন্টে হয়নি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে করা হয়েছে এই আয়োজন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম) মাঠে এই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, ঢাবির বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিন। তার সাথে রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ওয়াফা বিনতে ওয়াকির। রবিনের বাড়ি টাঙ্গাইল জেলায়। ওয়াফা বিনতে ওয়াকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।

RELATED ARTICLES

Most Popular