Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনষোলআনা'১৬- সিরিজের দুদিন ব্যাপী র্যাগ ডে উদযাপন

ষোলআনা’১৬- সিরিজের দুদিন ব্যাপী র্যাগ ডে উদযাপন

শিক্ষা ডেস্কঃ

“প্রযুক্তির সাথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা, শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা” এই স্লোগানকে ধারণ করে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ দুদিন ব্যাপী র্যাগ ডে পালিত হচ্ছে।

আজ (১৪ই মার্চ) সোমবার, সকালে আনুষ্ঠানিকভাবে র্যালী উদযাপনের মাধ্যমে দুদিন ব্যাপী (১৪ ও ১৫ই মার্চ) ষোল সিরিজের স্টুডেন্ট আইডি ধারণকৃত “ষোলোআনা-ডুয়েট” নামে র্যাগ ডে’র উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সকল বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সমাপনী উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে পুরো ক্যাম্পাস ও সকল আবাসিক হলসমূহ। এতে ক্যাম্পাসজুড়ে সকলের আনন্দ বিনোদনের মধ্য দিয়ে সকল বর্ষের শিক্ষার্থীরা উদযাপন করছে দিনটি। পাশাপাশি আজ প্রথমদিন বেলা পাঁচটায় সমাপনী বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

দুদিন ব্যাপী অনুষ্ঠানের মূল আকর্ষণীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ১৫ই মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

RELATED ARTICLES

Most Popular