Wednesday, December 25, 2024
Homeসারাদেশআল-মানার হাসপাতালের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আল-মানার হাসপাতালের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নবদূত রিপোর্টঃ

আল-মানার হাসপাতাল লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে বিজিবি ব্যাঙ্কুয়েট হল, সীমান্ত সম্ভারে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে উদ্বোধন ঘোষণা করেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় হাসপাতালের ৩০ জুন ২০২১ সালের আর্থিক বিবরণী পেশ করা হয় এবং কার্যক্রম নিয়ে শেয়ারহোল্ডারদের হাসপাতালের উন্নতি ও অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আবু খলদুন আল-মাহমুদসহ হাসপাতালের পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular